বাঘাইছড়িতে জেএসএস সংস্কারের সামরিক কমান্ডারকে গুলি করে হত্যা।

0

নিজেস্ব প্রতিবেদক:

পার্বত্য রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় জেএসএস এমএন লারমা দলের কমান্ডার বিশ্ব চাকমা ওরফে যুদ্ধকে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার বাবুপাড়া এলাকায় সহকর্মী সুজন চাকমা তাকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ পাওয়া যায়।

এ সময় ঘাতক সুজন চাকমা যুদ্ধকে হত্যা করে তার সঙ্গে থাকা সাব মেশিন গান (এসএমজি) ও একে- ৪৭ রাইফেল, থ্রি-টু পিস্তল এবং ২৫৭ রাউন্ড গোলাবারুদ নিয়ে পালিয়ে গেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাঘাইছড়ি উপজেলার জেএসএস সংস্কার এমএন লারমা দলের সভাপতি জ্ঞানজীব চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুজন চাকমা দলের ভেতর জেএসএস সন্তু লারমা দলের গুপ্তচর ছিলেন। সন্তু লারমা দলের ইন্ধনে সে আমাদের দলের লোককে হত্যা করে অস্ত্র গোলাবারুদ নিয়ে পালিয়ে গেছে।

বাঘাইছড়ি থানার ওসি মো. আনোয়ার হোসেন খান বলেন, খবর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাঘাইছড়ি যেনো এক রক্তাক্ত জনপদে অবতীর্ণ হয়েছে। বিগত বছর গুলো বাঘাইছড়িতো একের পর এক হত্যাকান্ড সংগঠিত হয়। এসব হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর দেখা যায়নি। যার ফলে বাঘাইছড়ি সহ সমগ্র পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসের রাজত্ব কায়েম চলছে।

আগের পোস্টস্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ধর্ষণ ও আধিপত্য বিস্তারে মরিয়া উপজাতি সন্ত্রাসীরা।
পরের পোস্টদীর্ঘ প্রতিক্ষা অবসানের পর অবশেষে চালু হল রাঙ্গামাটি নানিয়ারচর বাজার।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন