২২ জন উপজাতি অস্ত্রধারী সন্ত্রাসী নাইক্ষ্যংমুখ বাজার ৫ ঘন্টা জিম্মি করে রাখে!

0
147

নিজেস্ব প্রতিনিধি- বান্দরবান জেলার লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যংমুখ বাজারে ব্যবসায়ী ও মোটর সাইকেল ড্রাইভারদের ৫ ঘন্টা জিম্মি করে রাখে উপজাতি সন্ত্রাসীর একটি আধুনিক সশস্ত্র গ্রুপ।

অদ্য সোমবার (১০ মে, ২০২১ইং) দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অস্ত্রের মুখে জিম্মি করা হয় জানান স্থানীয়রা। সন্ত্রাসী গ্রুপে ২২ জন অস্ত্রধারী সদস্য ছিল বলে জানান প্রত্যেক্ষদর্শীরা। পরে সেনাবাহিনীর আসার খবর পেয়ে তারা সরে যায়। উপজাতি সন্ত্রাসীদের মূল টার্গেট ছিল গাছ ও বাঁশ ব্যবসায়ীরা। তারা মাসিক ও বাৎসরিক চাঁদার টোকেন সংগ্রহ করেনি। তার কারণে ভয়ভীতি প্রদর্শন করতে নাইক্ষ্যংমুখ বাজারে ব্যবসায়ী ও মোটর সাইকেল ড্রাইভারদের ৫ ঘন্টা জিম্মি করে রাখে।

আগের পোস্টফের অবলা প্রাণীর সাথে উপজাতি সন্ত্রাসীদের নিষ্ঠুর আচরণ!
পরের পোস্টরুমা সেনা জোন কর্তৃক পাহাড়ী সন্ত্রাসী আস্তানায় হানা ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন