রোয়াংছড়িতে নওমুসলিম ইমামকে ডেকে নিয়ে মসজিদের সামনে হত্যা করে জেএসএস সন্ত্রাসীরা।

0
147

হাবিবুর রহমান, বান্দরবান

(শুক্রবার) ১৮ জুন, রাত সাড়ে আটটায় উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের তুলা ঝিড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইমামের নাম মোহাম্মদ ওমর ফারুক (৪৫)। তাঁর পূর্বের নাম ছিল ফাতেহা ত্রিপুরা। ত্রিপুরা সম্প্রদায় থেকে কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। পরে অস্থায়ী একটি মসজিদে ইমামতির দায়িত্ব নেন বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানে পুলিশ সুপার জেরিন আক্তার। তিনি বলেন, সন্ত্রাসীরা রাতে তাকে ঘর থেকে ডেকে নিয়ে মসজিদের সামনে ব্রাশফায়ার করে হত্যা করে। ঘটনার পর সেখানে রোয়াংছড়ি ও পার্শ্ববর্তী লংলাই সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা গিয়েছে। এছাড়া রোয়াংছড়ি থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এলাকাটি দুর্গম, সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে।

তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন থেকে সন্ত্রাসীরা ওই নওমুসলিম মসজিদের ইমামকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। ঘটনাস্থল তুলাঝিড়ি পাড়ায় গত কয়েক বছর ধরে নওমুসলিম এর কয়েকটি পরিবারসহ বেশ কিছু পরিবার বসবাস করে আসছিল। তারা সেখানে টিনের ছাউনির কাঁচা ঘরের একটি অস্থায়ী মসজিদ নির্মাণ করে। সেখানে নওমুসলিম মোহাম্মদ ওমর ফারুক মসজিদের ইমামতি করে আসছিলেন। শুক্রবার রাতে ৪ থেকে ৫ জনের একটি সন্ত্রাসী দল ঘরবাড়ি ঘেরাও করে ওমর ফারুককে ঘর থেকে ডেকে এনে মসজিদের সামনে গুলি করে হত্যা করে। তবে সন্ত্রাসী দলটি কারা ছিল এ বিষয়ে এখন পর্যন্ত কোন কিছু জানা যায়নি।’

জেএসওস সন্তু লারমা সন্ত্রাসীদের অন্যতম সহযোগী, রোয়াংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ক্যাবামং এবং অপু চাকমা এই দু’জন কিছু দিন আগে থেকে প্রানে মারার হুমকি দিয়ে আসতে ছিলো বলে সূত্রে জানা যায়।

আগের পোস্টগুইমারা খাদ্য গুদামের অনিয়ম, ১৫ মেঃ টন চাউল বাজারে বিক্রির সময় সেনাটহলের হাতে আটক!
পরের পোস্টনান্দনিক মহালছড়ি-জালিয়াপাড়া সড়কে ভূমি দখলের নেপথ্যে ইউপিডিএফ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন