গুইমারা সেনা রিজিয়নের বিশেষ অভিযান, অবৈধ অস্ত্র ও রাস্ট্র বিরোধী পোস্টার উদ্ধার।

0
149

||প্রেস বিজ্ঞপ্তি||

অদ্য- ২৯ জুন, ২০২১ খ্রিস্টাব্দে ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়ন হতে জিএসও টু ( ইন্ট) এর নেতৃত্বে একটি টহল দল বাইল্যাছড়ি, গুইমারা, খাগড়াছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সময় ঘটনাস্থল হতে ০১টি এলজি, ০১টি এ্যামোঃ, ৩০টি অবৈধ পোষ্টার, ৫টি মোবাইল, ১টি চাঁদা আদায় বই এবং নগদ ৮৯০ টাকাসহ ০৪ জন ইউপিডিএফ (মূল) দলের দুস্কৃতিকারীকে আটক করা হয়। আটককৃত ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীরা হল- বাইল্যাছড়ি এলাকার প্রধান টোল আদায়কারী বনসিং চাকমা (৫০), পিতা-টোক্কা চাকমা, বাইল্যাছড়ি, গুইমারা, খাগড়াছড়ি, সশস্ত্র ক্যাডার জুকের মারমা (১৯), পিতা-রাজু মারমা, কচুখালী, কাউখালী, রাঙ্গামাটি, বাইল্যাছড়ি এলাকার সহকারী টোল আদায়কারী উকাচিং মারমা (২৮), পিতা-সুইপা মারমা, বৌদ্দমন্দিরপাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, বাইল্যাছড়ি এলাকার সহকারী টোল আদায়কারী থোইচিং মারমা (২০), মাতাঃ-লাওসিং মারমা, বাইল্যাছড়ি, গুইমারা, খাগড়াছড়ি। দুস্কৃতিকারীদেরকে অস্ত্র, এ্যামোনিশন ও রাষ্ট্র বিরোধী পোষ্টারসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রতিক্রিয়াধীন রয়েছে।

আগের পোস্টবাংলাদেশ সংবিধানের প্রতি ধৃষ্টতা দেখানোর দুঃসাহস উপজাতি সন্ত্রাসীরা কীভাবে পায়?
পরের পোস্টইউপিডিএফ জনবিচ্ছিন্ন হয়ে সাধারণ উপজাতিদের ঘর-বাড়িতে আগুন দেওয়ার অপসংস্কৃতি বেছে নিয়েছে।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন