করোনা পরিস্থিতিতে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের বিশেষ মানবিক সহায়তায় প্রদান।

0
132

||প্রেস বিজ্ঞপ্তি: ১২ জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ||

করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের মধ্যে প্রত্যন্ত এলাকার পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও ২৪ আর্টিলারী ব্রিগেড এর তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোন এর পক্ষ থেকে সকালে রমিজ কেরানিপাড়ায় অবস্থিত ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী প্রদান করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ পি বি জি এম,পি এস সি জি। এ সময় তিনি বলেন, করোনার যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর শুরু থেকে চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

খাদ্য সামগ্রী বিতরণ কালে মাটিরাঙ্গা জোনের উপ- অধিনায়ক মেজর কৌশিক জাহান’সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিংক: লেঃ কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ পি বি জি এম, পি এস সি জি, জোন অধিনায়ক ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।

আগের পোস্টকর্মহীন, মদখোর, মাতাল ও উশৃংখল স্বামীকে নিয়ে একজন হতদরিদ্র উপজাতি নারীর অসহ্য যন্ত্রণা।
পরের পোস্টরাঙ্গামাটির কুদুকছড়িতে পরিত্যক্ত সেনাক্যাম্পের জায়গায় বৌদ্ধ বিহার নির্মাণ করে দখল!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন