কাপ্তাই জোনের অন্তর্গত ভালুকিয়াপাড়া হতে অবৈধ অস্ত্র সহ জেএসএস সন্ত্রাসী আটক।

0
132

পার্বত্য চুক্তি পক্ষ জেএসএস (মূল সন্তু)-এর সন্ত্রাসী ও চাঁদাসংগ্রহকারী আটক প্রসঙ্গে প্রেস বিজ্ঞপ্তি-


গত ২৬ জুলাই ২০২১ খ্রিস্টাবে ৯ ঘটিকায় রাঙামাটি কাপ্তাই জোনের আওতাধীন রাইখালী টেম্পোরারি অপারেটিং বেস (টিওবি) হতে ৬ কিঃ মিঃ দক্ষিণ পূর্বে ভালুকিয়াপাড়া এলাকায় সেনাদল বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনার সময় বিজয় তংচংঙ্গ্যা (৩২) সন্ত্রাসীকে ০১টি দেশীয় বন্দুক এবং ০৪ রাউন্ড এ্যামুনেশনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (মূল) এর সক্রিয় সন্ত্রাসী এবং চাঁদা সংগ্রহকারী।
গ্রেফতারকৃত সন্ত্রাসী’কে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত সন্ত্রাসী উসুইপ্রু মারমা হত্যা মামলার আসামি। এই অভিযান পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আগের পোস্টবিতর্কিত প্রথম আলোর কুখ্যাত সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা ‘রাঙামাটি’ ছেড়ে বান্দরবানে কেন??
পরের পোস্টরাঙ্গামাটি ৭ আর ই ব্যাটালিয়ন অন্তর্গত হরিণছড়া হতে অবৈধ অস্ত্র সহ দুই জেএসএস সন্ত্রাসী আটক।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন