সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় দুর্গম পাহাড়ে করোনা গণটিকা কার্যক্রম।

0
123

প্রেস বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোরোনা গণটিকা কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার এর সহায়তায় বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার সহ ৫ সদস্যের মেডিকেল টিম প্রেরণ করা হয়।

কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম অংশ হিসেবে আজ রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রত্যন্ত ও দূর্গম অঞ্চলে বসবাসকারী বিলাইছড়ি উপজেলা পরিষদের অন্তর্গত বড়থলি ইউনিয়নের প্রায় ৭০০ (সাতশত) পাহাড়ি জনগোষ্ঠির মাঝে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হবে। এরুপ দূর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় টিকা কার্যক্রম সম্পন্ন করতে পারায় জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দেশের প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর এরুপ সহযোগীতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আগের পোস্টঅস্ত্র এবং এ্যামোনিশনসহ ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর গ্রেফতার।
পরের পোস্টলংগদু উপজেলায় সন্ত্রাসী হামলা করার পরিকল্পনা করছে জেএসএস।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন