অদ্য (মঙ্গলবার) ৫ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দে তারিখ আনুমানিক সকাল- ৮:৩০ ঘটিকায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর অধীনস্থ বড় হরিণা বিওপির জনৈক নায়েকের নেতৃত্বে নিম্নবর্ণিত ৫ জন উপজাতি সন্ত্রাসীকে থেগামুখ বাজার থেকে গোলাবারুদ সরঞ্জামাদি সংগ্রহ করে দোকান ঘাট যাওয়ার সময় আটক করে। বড় হরিণা বিওপি হতে ১০০ গজ পশ্চিমে কনফুলি নদীর চেক্ট পোস্টে-এ নৌকা তল্লাশী করে সট গানের গুলি ২০ রাউন্ড কার্তুজ (প্রস্তুতকারক ভারত) পয়েন্ট ২২ বোরের খালি খোসা ১০ টি, পটাসিয়াম ১ প্যাকেট, টেস্টিং সল্ট ৩ প্যাকেট, মোবাইল ৪ টি, নেপালের বুট ডিএমএস ২ জোড়া সহ মোট ৫ উপজাতি সন্ত্রাসীকে আটক করে। সূত্রের তথ্য মতে জানা যায় এরা সবাই জেএসএস সন্তু লারমার সন্ত্রাসী গ্রুপের সশস্ত্র সদস্য।
আটককৃত সন্ত্রাসীদের নামীয় তালিক-
(১) নাম: থানচুয়াল পাংকুয়া (১৬) পিতা: থানময় পাংকুয়া গ্রাম: কালামবাগ পোস্ট: বরকল থানা: বরকল জেলা: রাঙ্গামাটি।
(২) নাম: অংপুইয়া পাংকুয়া (৩৮) পিতা: মৃত বান্দহিল পাংকুয়া গ্রাম: সাইচল পাড়া পোস্ট: আইমাছড়া থানা: বরকল জেলা: রাঙ্গামাটি।
(৩) নাম: আদি পাংকুয়া (১৬) পিতা: মৃত সাংলাল পাংকুয়া গ্রাম: হালামবা পোস্ট: বিলাইছড়া থানা: বরকল জেলা: রাঙ্গামাটি।
(৪) নাম: লাললম সাং পাংকুয়া (২৫) পিতা: সুমা পাংকুয়া গ্রাম: হালামবা পোস্টঃ বিলাইছড়া থানা: বরকল জেলা: রাঙ্গামাটি।
(৫ ) নাম: এলবিট পাংকুয়া (২০) পিতা: লালচুং পাংকুয়া গ্রাম: হালামবা পোস্ট: বিলাইছড়া থানা: বরকল জেলা।
ঘটনার সত্যতা জানতে বরকল থানার অফিসার্স ইনচার্জের সাথে যোগাযোগ করলে তিনি জানান, শুনেছি বিজিবি’র হাতে ৫জন আটক হয়েছে। তবে তাদেরকে এখনো পুলিশের হাতে হস্তান্তর করেনি।