বরকল হতে বিজিবিকৃত গুলি সহ ৫ উপজাতি সন্ত্রাসী আটক।

0

অদ্য (মঙ্গলবার) ৫ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দে তারিখ আনুমানিক সকাল- ৮:৩০ ঘটিকায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর অধীনস্থ বড় হরিণা বিওপির জনৈক নায়েকের নেতৃত্বে নিম্নবর্ণিত ৫ জন উপজাতি সন্ত্রাসীকে থেগামুখ বাজার থেকে গোলাবারুদ সরঞ্জামাদি সংগ্রহ করে দোকান ঘাট যাওয়ার সময় আটক করে। বড় হরিণা বিওপি হতে ১০০ গজ পশ্চিমে কনফুলি নদীর চেক্ট পোস্টে-এ নৌকা তল্লাশী করে সট গানের গুলি ২০ রাউন্ড কার্তুজ (প্রস্তুতকারক ভারত) পয়েন্ট ২২ বোরের খালি খোসা ১০ টি, পটাসিয়াম ১ প্যাকেট, টেস্টিং সল্ট ৩ প্যাকেট, মোবাইল ৪ টি, নেপালের বুট ডিএমএস ২ জোড়া সহ মোট ৫ উপজাতি সন্ত্রাসীকে আটক করে। সূত্রের তথ্য মতে জানা যায় এরা সবাই জেএসএস সন্তু লারমার সন্ত্রাসী গ্রুপের সশস্ত্র সদস্য।

আটককৃত সন্ত্রাসীদের নামীয় তালিক-
(১) নাম: থানচুয়াল পাংকুয়া (১৬) পিতা: থানময় পাংকুয়া গ্রাম: কালামবাগ পোস্ট: বরকল থানা: বরকল জেলা: রাঙ্গামাটি।

(২) নাম: অংপুইয়া পাংকুয়া (৩৮) পিতা: মৃত বান্দহিল পাংকুয়া গ্রাম: সাইচল পাড়া পোস্ট: আইমাছড়া থানা: বরকল জেলা: রাঙ্গামাটি।

(৩) নাম: আদি পাংকুয়া (১৬) পিতা: মৃত সাংলাল পাংকুয়া গ্রাম: হালামবা পোস্ট: বিলাইছড়া থানা: বরকল জেলা: রাঙ্গামাটি।

(৪) নাম: লাললম সাং পাংকুয়া (২৫) পিতা: সুমা পাংকুয়া গ্রাম: হালামবা পোস্টঃ বিলাইছড়া থানা: বরকল জেলা: রাঙ্গামাটি।

(৫ ) নাম: এলবিট পাংকুয়া (২০) পিতা: লালচুং পাংকুয়া গ্রাম: হালামবা পোস্ট: বিলাইছড়া থানা: বরকল জেলা।

ঘটনার সত্যতা জানতে বরকল থানার অফিসার্স ইনচার্জের সাথে যোগাযোগ করলে তিনি জানান, শুনেছি বিজিবি’র হাতে ৫জন আটক হয়েছে। তবে তাদেরকে এখনো পুলিশের হাতে হস্তান্তর করেনি।

আগের পোস্টপার্বত্য চুক্তি বাংলাদেশ সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে।
পরের পোস্টপাহাড়ে উপজাতি কিশোর কিশোরীদের অস্ত্র প্রশিক্ষণের রমরমা প্রস্তুতি!!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন