বান্দরবান জেএসএস সন্তুর সন্ত্রাসীদের গুলিতে আওয়ামীলীগ নেতা নিহত।
জেএসএস সন্তুর সশস্ত্র সন্ত্রাসী উনুমং মারমা (রয়েল) ও পাইপ্রু মারমা নেতৃত্বে ৮ জন জেএসএস সশস্ত্র গ্রুপের নেতৃত্বে আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়।
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা ২ নং তারাছা ইউনিয়নের হ্নাকোওয়া রোয়া তালুকদার পাড়া চায়ের দোকানে বসে চা খাওয়ার অবস্থা উথোয়াইনুং মারমা (৪০) কে গুলি করে হত্যা করে। মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দে সন্ধ্যায় ৭ ঘটিকার সময় গুলি করে। পরে মৃত্যু নিশ্চিত করে এলাকা ত্যাগ করে, এবং আরো একজন গুলিবিদ্ধ হয়।
নিহত উথোয়াইনুং মারমা (৪০), সে তারাছার তালুকদার পাড়ার স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও নজীরা মারমার পুত্র। আহত ফুফাতো বোনের নাম ক্রাইতুইচিং মারমা (৩৪)।
স্থানীয়রা জানায়, রাতে ছোট ভাইয়ের বাসায় ভাত খেতে আসে। ভাত খেয়ে যখন চা খেতে দোকানে যায় তখন কয়েকজন জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এসে উথোয়াইনুকে গুলি করে হত্যা করে। এসময় তার সাথে থাকা ফুফাতো বোনের কোমরে গুলি লাগলে সে গুলিতে আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তারা দ্রুত পালিয়ে যায়।
আওয়ামীলীগ নেতা নিহতের সত্যতা নিশ্চিত করেছে বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার।
এ বিষয়ে জেএসএস সন্তুর বান্দরবানের তথ্য ও প্রচার বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি।
স্থানীয়, আওয়ামীলীগের সন্দেহের তীর বরাবরই জেএসএস সন্তু গ্রুপের দিকে।