বান্দরবানে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে গ্রাম্য চিকিৎসক আহত।

0
88

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে এক গ্রাম্য চিকিৎসক আহত হয়েছেন। আহতের নাম বোধিপ্রিয় চাকমা প্রকাশ রিন্টু চাকমা (৫০)। (শনিবার) ১৮ই ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দে সকালে সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের পুনর্বাসন চাকমা পাড়ায় এ ঘটনা ঘটে। আহত রিন্টু চাকমাকে গুলিবিদ্ধ অবস্থায় পদুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের চাকমা পাড়ায় বোধিপ্রিয় চাকমা প্রকাশ রিন্টু চাকমাকে অস্ত্রধারীরা গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনি পায়ে গুলিবিদ্ধ হন। তা এখনই পরিস্কার নয় যে তাকে কে বা কারা কারা গুলি করেছে। তবে আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বান্দরবানে একের পর হত্যাকাণ্ড, অপহরণ, হামলা ও অপরাধের প্রবণাতা বৃদ্ধি পেয়েছে। তারই জলন্ত প্রমাণ গত ১৩ই ডিসেম্বর বান্দরবান সদর উপজেলার আমতলী পাড়া হতে পুশেথোয়াই মারমার লাশ উদ্ধার করা হয়। তিনি জেএসএস সন্তুুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি। প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা তাকে ১২ই ডিসেম্বর রাতে অপহরণ করে। ১৩ই ডিসেম্বর তার লাশ মাটি চাপা থেকে পুলিশ উদ্ধার করে।

আগের পোস্টমিতালী চাকমার জীবনের অনাগত দিনগুলোর সুখময় স্মৃতি আজ দুঃখে পরিণত!
পরের পোস্টনিরাপত্তা বাহিনীকে মোকাবেলা করতে গহীনপাহাড়ে উপজাতীয় সন্ত্রাসীদের অত্যাধুনিক অস্ত্র মোতায়েন।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন