বেতবুনিয়া থেকে সেনা অভিযানে অস্ত্র ও চাঁদার রশিদ সহ দুই ইউপিডিএফ সদস্য আটক।

0
120

নিজেস্ব প্রতিনিধি

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের পশ্চিম লঙ্গিপাড়ায় ২৪ জানুয়ারী সোমবার দিবাগত রাতে রাবার বাগান সেনাক্যাম্প সেনা অভিযান পরিচালনা করে। উক্ত সেনা অভিযানে পশ্চিম লঙ্গিপারার মৃত্য: শুভ মারমার ছেলে থুইচালা মারমা (পলাশ) ৩৭ ও একই গ্রামের নিহ্লা মারমা পুত্র তোসা মং মারমা (৪০) কে নিম্নোক্ত সরঞ্জামাদি সহ আটক করা হয়।

সেনা অভিযানে তল্লাশিকালে পাওয়া সরঞ্জামাদি-
১. এল জি ১টি, ২. এল জি কার্তুজ ৩টি, ৩. বড় ছুরি ১টি, ৪. চাঁদার বই ২টি, ৫. বাটন মোবাইল ১টি পাওয়া যায় বলে সেনা সূত্রের দাবি।

আটককৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে কাউখালী থানা পুলিশে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে কাউখালী থানায়। যার মামলা নং ৭, তারিখ: ২৫-০১-২০২২ খ্রিস্টাব্দ।

আগের পোস্টবাঙালীরা সেনাবাহিনীর বিপদে পাশে থাকে না; অথচ বাঙালীদের নিরাপত্তায় সেনাবাহিনীর আত্মত্যাগ।
পরের পোস্টরাঙ্গামাটিতে উপজেলা চেয়ারম্যান শক্তিমান হত্যা মামলায়: ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন