প্রিয় মাতৃভূমির অ-খন্ডতা রক্ষায় তোমার মূল্যবান জীবন বিসর্জন জাতি কখনো ভূলবেনা।

0
99

উদ্দীপ্ত তোমার বিসর্জন জীবন,প্রিয় সিঃ ওঃ অঃ হাবিবুর রহমান।

চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বেশে পার্বত্য চট্টগ্রামে অকুতোভয় সেনাদের সর্বদা পথ চলার প্রেরণা তুমি সিঃ ওঃ অঃ হাবিবুর রহমান।

সিঃওঃঅঃ হাবিবুর তোমার রক্তে আবার প্রলয় দোলা,
পাহাড় আজ তোমার রক্তের চিত্তে বিমর্ষ আত্মোভোলা।

স্বাধীনতা – সার্বভৌমত্ব রক্ষায় তোমার পবিত্র রক্তের বিসর্জন জাতি স্বর্ণাক্ষরে পার্বত্য চট্টগ্রামের মানচিত্রে লেখে রাখবে।

গর্বিত সেনা তুমি সিঃ ওঃ অঃ হাবিবুর রহমান, তোমার রক্তে আবারো উজ্জীবিত হলো পার্বত্য চট্টগ্রামে।

শোক বিহুলতা, বেদনা, আর আত্মত্যাগের সর্বোচ্চে তোমার স্থান সিঃ ওঃ অঃ হাবিবুর রহমান।

সিঃ ওঃ অঃ হাবিবুর রহমান তোমার অপূর্ণ রেখে যাওয়া দায়িত্ব, দেশ রক্ষায় বীরদর্পে দায়িত্বরত হাজার সেনা, তোমার রক্তের বদলা নিতে প্রস্তুত

আগের পোস্টঅকুতোভয় সিঃ ওয়াঃ অফিঃ হাবিব রহমান ও রক্তাত সৈনিক ফিরোজের রক্ত বৃথা যেতে পারেনা
পরের পোস্টখাগড়াছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়- গোপন আস্তানা ধ্বংস।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন