বান্দরবানের রোয়াংছড়িতে জেএসএসের সাবেক সশস্ত্র কমান্ডারকে গুলি করে হত্যা।

0
105

বান্দরবান জেলার রোয়াংছড়ি সদর উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ার উপরে নয়াপাড়া এলাকায় জেএসএস সন্তুর সাবেক সশস্ত্র গ্রুপের কমান্ডার ও চাঁদা কালেক্টার উনুমং মারমা নামের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। অদ্য- শনিবার (৫ মার্চ ২০২২ খ্রিস্টাব্দে) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে রোয়াংছড়ির তালুকদার পাড়া এলাকার নয়াপাড়ার কাছে ১৫/২০ জনের একদল উপজাতি সন্ত্রাসীরা উনুমংকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, নিহত উনুমং পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএসের মূল দলের সশস্ত্র গ্রুপের কমান্ডার ও চাঁদা কালেক্টার ছিলেন । তাদের দাবী, পাহাড়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

তবে একটি সূত্র জানিয়েছেন, জেএসএসের সন্ত্রাসী তৎপরতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাকে জেএসএস হত্যা করতে পারে।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, গুলি করে একজনকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার পর সন্ত্রাসীরা লাশ নিয়ে যায় এবং যাওয়ার সময় ২ জনকে অপহরণ করে নিয়ে যায়।

আগের পোস্টবান্দরবানের রোয়াংছড়িতে উপজাতি নারীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা!
পরের পোস্টপানছড়ি হতে সেনা অভিযানে অস্ত্রসহ ২ ইউপিডিএফ সন্ত্রাসী আটক।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন