রাঙামাটি-বান্দরবান সীমান্তে জেএসএস সন্তুর গুলিতে নিহত তিন।

0

চাঁদাবাজির টাকা ভাগাভাগি ও আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বান্দরবান উত্তপ্ত। রাঙামাটি-বান্দরবান সীমান্তে জেএসএস সন্তুর গুলিতে মগ লিবারেশন পার্টি (এমএলপি) এর ২জন ও এক পথ প্রর্দশকসহ মোট তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২২ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ) ভোর রাতে বান্দরবানের রাজভিলা থেকে মগ লিবারেশন পার্টির ১০/১২ জনের একটি গ্রুপ রাঙামাটির রাজস্থলীর গহীন অরন্যে তাদের আস্তানায় যাচ্ছিল, পথিমধ্যে জেএসএস মুল দলের সদস্যরা খবর পেয়ে গাইন্দা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বালুমুড়ার কেচিংপাড়ার নোয়াপাড়া এলাকায় অবস্থান নেয়, মগ লিবারেশন পার্টির সদস্যরা সেখানে পৌছানোর পর তাদের উপর অর্তকিত হামলা চালায়, মুল জেএসএসের সদস্যরা। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে কয়েকজন মারা যাওয়ার কথা শোনা গেলেও প্রশাসন ৩জনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছে, এবং দুইজন আহত হয়।

রাঙামাটির পুলিশ সুপার মোসাদ্দেক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ৩জন নিহত হওয়ার কথা শুনেছি। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে তারা ফিরে আসলে বিস্তারিত বলতে পারব।

একটু সূত্র জানিয়েছে, ঘটনারস্থল থেকে ৩টি লাশের পাশাপাশি ৫টি ভারী অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More