কাপ্তাই বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

0
105

অদ্য ০৮ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ স্থানীয় ৫২ (বায়ান্ন) টি দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল ও তৈলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী গ্রহণকারী সকল পাহাড়ী ও বাঙ্গালী পরিবারগুলো তাদের পক্ষ থেকে অধিনায়ককে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ইতোপূর্বে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) গত ২২ মার্চ ২০২২ খ্রিস্টাব্দে প্রায় ২৬ জন নানা শ্রেনী পেশার মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছিল।

উল্লেখ্য, যে কাপ্তাই বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিজ দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অপারেশনাল কর্মকান্ড পরিচালনা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করা ছাড়াও সাম্প্রতিক সময়ে নানা রকম আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজ করে স্থানীয় জনসাধারনের আস্থা ও ভালবাসা অর্জন করেছে।

আগের পোস্টইউপিডিএফ অধিকৃত এলাকায় জেএসএস এর অনুপ্রবেশ, ২০১৬ সালের যুদ্ধ বিরতি লংঘন!
পরের পোস্টরাঙ্গামাটিতে সেনাদের হাতে অস্ত্র ও ওয়াকিটকি সেটসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন