বাংলা নববর্ষ ও বৈসাবি উৎসব উপলক্ষে ৯২ জন প্রত্যাগত শান্তি বাহিনীর সদস্যকে নগদ অর্থ দিয়েছে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি সেনা রিজিয়ন। শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় অদ্য রবিবার (১০এপ্রিল) সকাল ১১ টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটেরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯২জন প্রত্যাগত শান্তি বাহিনীর সদস্যদের মাঝে ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।
খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসারের সঞ্চালনায়, অর্থ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধিনায়ক ৫ফিল্ড এ্যাম্বুলেন্স, জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা প্রমূখ।
প্রধান অতিথি জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর সেনাবাহিনীর পাহাড়বাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। তিনি এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।