নানিয়ারচর সেনা জোনের বিশেষ অভিযানে অবৈধ নেশাদ্রব্য উদ্ধার।

0
141

রাঙ্গামাটির নানিয়ারচর জোনের আওতাধীন খাইয়াছড়া প্রাক্তন পুলিশ ক্যাম্প এলাকায় নানিয়ারচর জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ নেশাদ্রব্য (ইয়াবা) সহ সন্ত্রাসী আটক।

গোয়েন্দা তথ্য হতে জানা যায় যে, নানিয়ারচর জোনের আওতাধীন খাইয়াছড়া প্রাক্তন পুলিশ ক্যাম্প (জিআর ১১৫২৫৭) নামক এলাকায় দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য সরবরাহের উদ্দেশ্যে আগমন করবে। উত্ত তথ্যের ভিত্তিতে ১৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দে আনুমানিক বিকাল ৫ ঘটিকায় নানিয়ারচর জোন কর্তৃক একটি বিশেষ টহল দল উক্ত স্থানে ফাঁদ পাতে এবং পরবর্তীতে ঘটনাস্থল হতে মাদকদ্রব্য সরবরাহের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে ৪৩০ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম মোঃ সুমন (৩২). গ্রামঃ হাসপাতাল, পোষ্ট+থানাঃ নানিয়ারচর, জেলাঃ রাঙ্গামাটি এবং জতন খীসা (২৬), গ্রামঃ কাউন্সিল পাড়া, পোষ্ট+থানাঃ নানিয়ারচর, জেলাঃ রাঙ্গামাটি। পরবর্তীতে নানিয়ারচর জোন কর্তৃক আটককৃত সন্ত্রাসীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেয়া তথ্য মতে মাদক দ্রব্যের মুল যোগানদাতা মোঃ আব্দুর রহিম (৩৮) গ্রামঃ জাফরাবাদ, পোষ্ট+থানাঃ চন্দনাইশ, জেলাঃ চট্টগ্রাম নানিয়ারচর বাজার এলাকা হতে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীদের নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এই অভিযান পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আগের পোস্টআমি থানায় মামলা করব না, মামলা করলে উপজাতি সন্ত্রাসীরা আমাকে মেরে ফেলবে!
পরের পোস্টনাইক্ষ্যংছড়িতে জেএসএস সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী মোটরসাইকেল হত্যাকাণ্ডের শিকার।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন