অগ্নিকাণ্ডের সহায়তায় হাজী মুহাম্মদ মহসিন কলেজের ৯৭ ব্যাচের এর কুইক রেসপন্স টিম।

0
142

ক্ষ‌তিগ্রস্থ‌দের পুনর্বাসন ও সাহায্যার্থে Hmmc97 (হাজী মুহাম্মদ মহ‌সিন ক‌লেজ”৯৭ ব্যাচ ) কুইক রেসপন্স টিম কর্তৃক আজ চট্টগ্রাম মেডিকেল কলেজের (সিএম‌সি ) 24,28,36,31 নং ওয়ার্ড ভিজিট করে রোগীদের বি‌ভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। Hmmc97 টিম ক্ষতিগ্রস্ত রোগীদের চিকিৎসা সম্পর্কে বিভিন্ন খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ কে পূনর্বাসনের উদ্দেশ্যে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। তার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের অঙ্গহানী হয়েছে তেমন চারজনের নাম, ঠিকানা, ফোন নাম্বার জোগাড় করা হয়েছে।
আহত অগ্নিদগ্ধ যারা ডিপোর কর্মচারী নয় এবং সীতাকুণ্ড ও আশেপাশের এলাকায় বসবাস করে , তাদের তথ্য, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে উক্ত টিমকে পূর্নবাসন এর কাজে সহায়তা করার জন্য অনুরোধ করা হলো ।

এছাড়া মৃত ভিকটিমদের নাম ঠিকানা ফোন নাম্বার এবং তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি আছে কি নেই তার তালিকা উক্ত টিমকে দিলে তাদের পুনর্বাসনের জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জয় হউক মানবতার।

আগের পোস্টনিহত ফায়ার ফাইটার নিপন চাকমার মেয়ের শিক্ষার দায়িত্ব নিলো লেকার্স।
পরের পোস্টবান্দরবানে উপজাতি সন্ত্রাসী কর্তৃক দুই উপজাতি অপহরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন