কাউখালী হতে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ চাঁদা কালেক্টর আটক।

0
121

অদ্য (শুক্রবার) ০১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দে বিকাল ৪ ঘটিকায় রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের ১নং ওয়ার্ড মাইগ্গামাছড়া হতে ইউপিডিএফ প্রসিত মূল সন্ত্রাসী গ্রুপের চাঁদা কালেক্টর সাইচিউ মারমা (২৯) পিতা: উষাথোয়াই কে তার নিজ বাড়ি হতে আটক করেছে সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন (১১ বেঙ্গল)। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

সেনা সূত্রে জানা যায়, ইউপিডিএফ সন্ত্রাসী গ্রুপের কালেক্টর সাইচিউ মারমা দীর্ঘদিন ধরে বড়ডুলু পাড়া, আমছড়ি, মাঝেরপাড়া ও বরইছড়ি এলাকায় চাঁদাবাজি করে আসছে। তার চাঁদাবাজিতে উক্ত জনপদের মানুষ অতিষ্ঠ। সেনাবাহিনীর এই সফল অভিযানে উক্ত জনপদের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ সময় তার কাছ থেকে একটি স্মাট ফোন, ২টি বাটন ফোন, চাঁদা আদায়ের হিসাবের খাতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের তালিকা ও গত নির্বাচনে ইউপিডিএফ প্রার্থীদের বিভিন্ন নির্দেশনামূলক তথ্য জব্দ করা হয়।

তার বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৩৮৫/৩৪ ধারা কাউখালী থানায় মামলা হয়েছে। মামলা নং- ০১ তাং ০১/০৭/২২ খ্রিঃ

আগের পোস্টনাইক্ষংছড়ি বাইশারির ভূমি দস্যু ধুইনছাই মার্মার হয়রানির শেষ কোথায়?
পরের পোস্টস্বজাতি কর্তৃক পাহাড়ী নারী ধর্ষিত হলে তার জন্য প্রতিবাদ হয়না!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন