নাইক্ষ্যংছড়ি থেকে বাঙ্গালী কৃষককে অপহরণ।

0
129

পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লংগদুর মুখ থেকে এক বাঙ্গালী কৃষককে অপহরণ করেছে উপজাতি সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে ২৮ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) ভোর ৪ টায়। অপহৃত বাঙ্গালী কৃষকের নাম নূর আহাম্মদ (৪২), তিনি বাঁকখালী মৌজার কালাচাঁদ বাপের চর এলাকার মৃত নাদেরুজ্জামানের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নূর আহাম্মদ নিজ বাড়ীতে রাতে ঘুমাছিলেন। রাতের সাড়ে ৩টার দিকে মূখোশধারী কিছু উপজাতি সন্ত্রাসী এসে দরজার কড়া নাড়তে থাকলে পরিবারের সবার ঘুম ভেঙ্গে যায়। তখন দরজা খুলে দিলে নূর আহম্মদকে অপহরণের স্টাইলে নিয়ে যায়। এসময় পরিবারের সবাই আতংকে চিৎকার করতে গেলে তাদেরকে হত্যার হুমকি দেয়।

এবিষয়ে দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বলেন, আমি সকালে অপহরণ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনর্চাজকে ঘটনার বিস্তারিত জানিয়েছি। পাশাপাশি স্থানীয় গোয়েন্দাদেরকেও অবহিত করেছি।

বিগত বছরগুলোতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির মত সম্প্রীতির বান্দরবান জেলাকে উপজাতি সন্ত্রাসীরা চাঁদাবাজির টাকা ভাগাভাগি ও আধিপত্যকে কেন্দ্র করে নরকে পরিণত করেছে।

আগের পোস্টআদিবাসী শব্দ ব্যবহার না করতে সরকারের ফের প্রজ্ঞাপন জারি।
পরের পোস্টকাপ্তাইতে জেএসএস ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি, এক সন্ত্রাসী নিহত।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন