বান্দরবান রিজিয়নের রুমা সেনাজোন কর্তৃক দুর্গম পাহাড়ি পাড়ায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা।

0

বান্দরবান রিজিয়নের রুমা সেনা জোন দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে রুমা উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ বম, মুরং, খিয়াং, খুমি এবং বাঙ্গালীসহ অন্যান্য জনগোষ্ঠীর সুচিকিৎসার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও সেই সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ হতে অদ্য ২৭ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ পর্যন্ত থাইখং পাড়া, সুং সুং পাড়া, মুনলাই পাড়া, বেথেল পাড়া, মুন্নাম পাড়া এবং রনিপাড়ায় মেডিক্যাল ক্যাম্পইন পরিচালনা করার মাধ্যমে সর্বমোট ৮৫০ জন অসহায় ও দুস্থ জনগনকে সুচিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

রুমা জোনের মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন পাড়ায় রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল হাছান শাহরিয়ার ইকবাল, পিএসসি, জোন উপ-অধিনায়ক মেজর হুমায়ূন রশীদ, পিএসসি, ক্যাপ্টেন মোহাম্মদ রাফিদ করিম, আরএমও রুমা জোনসহ বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগন ছাড়াও অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার উপস্থিত সকলকে বলেন, পার্বত্য জেলার দূর্গম পাহাড়ী অঞ্চলে সন্ত্রাস দমন কার্যক্রমে সেনাবাহিনী সার্বক্ষনিক ভাবে সকলের পাশে আছে, তাই চাঁদাবাজ সন্ত্রাসীদের ভয় না পেয়ে তাদের সম্পর্কে তথ্য দিয়ে সকলকে সহযোগিতার আহবান জানানো হয়। জোন কমান্ডার উপস্থিত সকলকে গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি উল্লেখ করেন, সেনাবাহিনী ধারাবাহিকভাবে জনগনের বন্ধু হিসেবে এই পার্বত্য চট্টগ্রামে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে। পাহাড়ের এই নীরিহ জনগোষ্ঠী যেন পিছিয়ে না পড়ে এবং সন্ত্রাসীদের প্ররোচনায় বিপথে পরিচালিত না হতে পারে তার জন্য সকলে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More