পার্বত্য চুক্তির ২৫-তম বর্ষপূর্তিতে নানিয়ারচর জোনের উদ্যোগে শান্তি র‍্যালি।

0
74

পার্বত্য চুক্তির ২৫-তম বর্ষপূর্তিতে নানিয়ারচর জোনের উদ্যোগে শান্তি র‍্যালি।পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫-তম বর্ষপূর্তিতে নানিয়ারচর জোনের উদ্যোগে আজ একটি শান্তি র‍্যালির আয়োজন করা হয়। নানিয়াচর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার বেলুন এবং কবুতর উড়ানোর মাধ্যমে শান্তি র‍্যালীর শুভ উদ্বোধন করেন। র‍্যালীটি নানিয়ারচর উপজেলার মেইন গেইট হতে শুরু হয়ে নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

এছাড়াও, নানিয়ারচর জোনের আওতাধীন এলাকার ২০০ জন গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং ১৫০ জনকে শীত বস্ত্র বিতরণ করা হয়। পরবর্তীতে বিকালে নানিয়ারচর উপজেলা মাঠে অত্র উপজেলার স্থানীয়দের সাথে একটি প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয় এবং বিজয়ী দলকে পুরষ্কৃত করা হয়।

এ সময় নানিয়ারচর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার এবং নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, নানিয়াচর উপজেলার পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান এবং ওসি নানিয়ারচর থানাসহ প্রায় ৪৫০-৫০০ জন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করে।

আগের পোস্টআলোচনা সভা, প্রীতিভোজ এবং কনসার্ট এর মধ্য দিয়ে চুক্তির রজতজয়ন্তী খাগড়াছড়িতে
পরের পোস্টনাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি কর্তৃক ভিডিপি’র সদস্যদের শীতবস্ত্র বিতরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন