পাহাড়ধসে বন্ধ থাকা যান মহালছড়ি সেনা জোনের উদ্যোগে পুনরায় যান চলাচল শুরু।

0

মহালছড়ির- সিন্দুকছড়ি – জালিয়াপাড়া রাস্তার ধুমনীঘাট পঙ্খীমুড়া এলাকায় গত তিন মাস আগে ভারি বর্ষণের দরুন ছোট পরিসরে পাহাড়ধসের ঘটনা ঘটে। গত ২৫ ডিসেম্বর রাতে আনুমানিক ১১ টায় আকস্মিকভাবে একই স্থানে নতুন করে পাহাড় ধসে রাস্তা প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয়। এতে করে জালিয়াপাড়ার সাথে খাগড়াছড়ি, মহালছড়ি এবং রাংগামাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মহালছড়ির ধুমনীঘাট হতে একটি সেনা টহল দ্রুত ঘটনাস্থলে যায় এবং যৎসামান্য কিছু সরঞ্জামাদি দিয়ে রাস্তা সচল করার চেষ্ঠা অব্যহত রাখে। অবশেষে, রাতভর পরিশ্রমের পর স্থানীয়দের সহায়তায় বেলা ১১ টায় মহালছড়ি সেনা জোন রাস্তাটি সম্পূর্ণভাবে সচল করতে সক্ষম হয়।

এলাকার একজন প্রবীণ কারবারির সাথে কথা বলে জানা যায়, যে কোন সমস্যায় পড়লে মহালছড়ি জোন সবার আগে ছুটে আসে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন রাস্তাটি ঠিক না হলে তাদের ট্রাকে পরিবহরনর জন্য লোড করা কাঁচামাল নষ্ট হয়ে যেত এবং তারা বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারতেন।

উক্ত ঘটনায় এলাকাবাসী ও যানবাহন মালিকগণ মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

আগের পোস্টকাউখালীর বাঙ্গালীদের রেকর্ডীয় কবুলিয়ত জায়গাতে গাছ কাটতে গেলে উপজাতি কর্তৃক হামলা।
পরের পোস্টকুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সাথে ৫ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পৃক্ততা নেই- সংবাদ সম্মেলনে উপজাতি নেতারা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন