নাইক্ষ্যংছড়ি বিজিবি কর্তৃক গরীব, দুস্থঃ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

0
91

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ, অভ্যন্তরীণ সন্ত্রাস দমন এবং জোনের আওতাধীন এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙ্গালিদের মধ্যে সম্প্রীতি উন্নয়নে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ এবং ১১ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ সকল বিওপি/ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ৫০০ জন পাহাড়ী ও বাঙ্গালী গরীব, দুস্থঃ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ৫০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এছাড়াও সাম্প্রতিক সময়ে পাহাড়ী, বাঙ্গালী গরীব, দুস্থঃ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সীমান্ত রক্ষা, সীমান্ত সংক্রান্ত অপরাধ প্রতিহত করা, অপারেশন উত্তরণের আওতায় কর্মকান্ড এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানসহ দেশের যে কোন প্রয়োজনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ এর গৌরবোজ্জল পতাকাকে সুমুন্নত রাখতে বদ্ধ পরিকর।

ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে এবং দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি ও বাঙ্গালি সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

আগের পোস্টদুর্গম এলাকায় রাঙ্গামাটি সেনা জোনের শিক্ষা উপকরণ বিতরণ।
পরের পোস্টখাগড়াছড়ি থেকে ইউপিডিএফ এর চাঁদা কালেক্টর অস্ত্রসহ আটক।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন