গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার,ভাইবোনছড়া থেকে মহালছড়ির থালিপাড়া গ্রাম এর চন্দ্রবাসু ত্রিপুরার ছেলে নবরত্ন ত্রিপুরা (৪৫)-কে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও চাঁদাবাজির টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।
বুধবার ( ১১ ডিসেম্বর) রাত ১১ ঘটিকায়, খাগড়াছড়ি এর ভাইবোনছড়াতে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে নবরত্ন ত্রিপুরা নামক ইউপিডিএফ মূল সন্ত্রাসী দলের একজন সন্ত্রাসীকে একটি নাইন এম এম পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি সহ হাতেনাতে আটক করে।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, ভাইবোনছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ শিহাব উদ্দিন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল থালিপাড়াতে অভিযান পরিচালনা করে। পর পরবর্তীতে আসামীকে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।