মোঃ সোহেল রিগ্যান– বান্দরবানের দুর্গম এলাকায় পালিয়ে থাকা ছিন্নভিন্ন কুকি চিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বার্তা পাঠিয়ে দাবি করছে সুনসং সেনাক্যাম্প, মুননুয়াম সেনাক্যাম্প, রনিপাড়া সেনা ক্যাম্প, বাকলাই সেনাক্যাম্প, বগালেক সেনাক্যাম্প প্রাথমিকভাবে শীঘ্রই প্রত্যাহার করতে হবে। তাদের এই গনবিরোধী দাবি ও কার্যকলাপের বিরুদ্ধে বলতে চায় সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে। না হয় পরিণাম খারাপ হবে। পাহাড়ের চিপাচাপায় থেকে গুলিবর্ষণ করে সেনাবাহিনী তথা সরকারকে চ্যালেঞ্জ দেওয়া মানে বোকার স্বর্গে বাস করার শামিল।
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর সেনাক্যাম্প প্রত্যাহার দাবির বার্তা সম্পর্কে বলতে চাই তারা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কতটুকু জানে? একটি রাষ্ট্রের সর্ববৃহৎ বাহিনীকে যে হুমকি দিচ্ছে তারা কী ধারণা রাখে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি ও সক্ষমতার কথা? তারা সাধারণ জনসাধারণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে এবং অপপ্রচার বিভ্রান্তি ছড়িয়ে কতদিন টিকে থাকবে? বাংলাদেশ সেনাবাহিনী তাদের মত মেরুদণ্ডহীন সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে বেশি সময় লাগবে না। সুতরাং বলতে চাই সাধু সাবধান। যদি বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে দুঃসাহস প্রদর্শন করার বিন্দুমাত্র চেষ্টা করে বিষদাঁত উপড়ে ফেলা হবে।