বান্দরবানে র‌্যাবের সাথে জঙ্গিদের গোলাগুলিতে ৮ র‌্যাব সদস্য আহত, ৫ জঙ্গি আটক।

0

বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তের রেমাক্রি প্রাংসা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দোলিচান ম্রো ও থামলো বম পাড়া মাঝখানের গহীন অরণ্যের লিটক্রে নতুন নির্মানাধীন সড়কের ২৪ কিলোর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় র‌্যাবের সাথে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জঙ্গি বাহিনীর সাথে গুলি বিনিময় হয়। এসময় ৫জন জঙ্গিকে আটক করেছে র‌্যাব। গোলাগুলির ঘটনায় র‌্যাবের ৮জন সদস্য আহত হয়েছে। তবে তাদের কারো নাম জানা সম্ভব হয়নি।

অদ্য মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দে ঘটনাস্থল পরিদর্শন করে র‌্যাবের প্রধান মহা পরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বিকালে জেলার থানচি উপজেলা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে তমাতুঙ্গি পর্যটন কেন্দ্রে এ বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান।

ব্রিফিং কালে তিনি আরো জানান, সকালে থানচি, রুমা দুই উপজেলা সীমান্তে রুমা উপজেলা ৪ নং রেমাক্রি প্রাংসা দোলিচান ম্রো পাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও কেএনএফ সদস্যরা। এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের গোলাগুলি শুরু হয়, যা বিকাল পর্যন্ত অব্যাহত থাকে।

আগের পোস্টBBC বাংলা তে আদিবাসী শব্দ ব্যবহার সরকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এর সামিল।
পরের পোস্টখাগড়াছড়ি দীঘিনালায় অবৈধ লাকড়ি গাড়ি উল্টে নিহত ১, আহত ২

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন