রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

0

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ৭.০০ টায় শহরের প্রেস ক্লাব মোড় থেকে র‌্যালী নিয়ে শহীদ মিনারে গিয়ে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ হাবীব আজম, রাঙামাটি সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো: শহীদুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য রুজি আক্তার, পৌর শাখার নেতা পারভেজ মোশারফ, রিয়াজুল ইসলাম রাজ প্রমুখ।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে, রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে কলেজ কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে সেখানে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

আলোচনায় বক্তব্যের সময়, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মো: হাবীব আজম বলেন, বাঙালি জাতির ঐতিহ্যময় ও গৌরবের ভাষা আন্দোলন এর মূল্যবোধ এবং স্বাধীনতার উপর তার প্রকৃষ্ট প্রভাব অনস্বীকার্য। কেবল তাই -ই নয় ভাষার জন্য আন্দোলন করে এরূপ জীবন উৎসর্গ বিশ্বের ইতিহাসে বিরল।

ভাষা আন্দোলন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগনের গৌরবজ্জ্বল একটি দিন। এটি আমাদের কাছে ঐতিহ্যময় শহীদ দিবস । বিগত এক দশক ধরে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত সারা বিশ্বে। জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করায় বাঙালি জাতির জন্য এই দিনটি বাড়তি এক গর্ব বয়ে এনেছে সুনিশ্চিতভাবেই।

১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন দেশপ্রেমিক তরুন ভাষার জন্য শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে মহান মহীমায়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি ক্যাম্পাসেও দেশ প্রেমিক সকল শিক্ষার্থীদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে সক্রীয় ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দরা জানান।

আগের পোস্টস্বজাতি কর্তৃক পার্বত্য চট্টগ্রামে ভয়াবহ নারী নির্যাতন- নারীবাদী ও তথাকথিত সুশীল কোথায়?
পরের পোস্টকাউখালী হইতে আঞ্চলিক দলের সম্পৃক্ততায় পাচার হচ্ছে অবৈধ কাঠ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন