পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা বাহিনী তথ্য সন্ত্রাসের শিকার।

0
89

চোরাইপথে গরু পাচার করতে গিয়ে বিজিবি’র ধাওয়া খাওয়া আহত মারমা যুবককে বম সম্প্রদায়ভুক্ত বলে চালিয়ে দিচ্ছে পার্বত্য সন্ত্রাসীরা।

দীর্ঘদিন থেকে সীমান্ত এলাকায় চোরাইপথে গরু পাচার রোধে নিয়মিত টহল পরিচালনা করছে নাইক্ষংছড়ি বিজিবি। তারই ধারাবাহিকতায় বিজিবি একটি গরু পাচারকারী চক্র গরু নিয়ে পালানোর সময় ধাওয়া দিলে মারমা সম্প্রদায়ের এক যুবক আহত হয়।

উক্ত আহত মারমা যুবককে উপজাতি সাইবার সন্ত্রাসীরা পার্বত্য পরিস্থিতি ঘোলাটে করতে বম সম্প্রদায় চালিয়ে দিয়ে বিজিবি’র দুর্নাম রটাতে তৎপর হয়েছে।

রাডার নামে বেনামে একটি ফেসবুক পেইজ ১৩ ঘন্টা আগে বম যুবক বলে একটি ভিডিও শেয়ার করেছে৷ উক্ত ভিডিও’র সত্যতা যাচাই-বাছাই করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে বিজিবি চোরাইপথে ভারতীয় গরু পাচারে জিরো টলারেন্স নীতি গ্রহণের অংশ হিসেবে অভিযান করছে৷ বিজিবি’র অভিযানকে ফাঁকি দিয়ে গরু চোরাকারবারি চক্র সক্রিয়। নাইমছড়ি বাইশারীতে বিজিবি কর্তৃক কোন বম যুবক বা পাহাড়ি সম্প্রদায়ের যুবককে নির্যাতন করা হয়নি। এবং যে পাহাড়ি মেয়েদের বিজিবি কর্তৃক নির্যাতন ও মারধরের অভিযোগ করা হচ্ছে- তা একদম ডাহামিথ্যে ও তথ্য সন্ত্রাসদের অংশ হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রচেষ্ঠা।

আগের পোস্টবিজু-সাংগ্রাই-বৈস-বিষ্ণু-বিহু ২০২৩ উপলক্ষে বিশেষ আর্থিক ও মানবিক সহায়তা প্রদান।
পরের পোস্টরুমা উপজেলায় ৩নং রেমাক্রি প্রাংসা ইউনিয়নের ম্রখিয়াং ট্রিপুরা পাড়ার দু’পক্ষের সংঘর্ষে ৪/৫জন গুরুত্বর আহত-

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন