খাগড়াছড়িতে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে পাহাড়ি বাঙালিদের দেওয়া হচ্ছে ঈদ প্রয়োজনীয় ভোগ্য সামগ্রী।

0

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে পাহাড়ি বাঙালিদের মধ্যে দেয়া হচ্ছে পবিত্র ঈদ উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ভোগ্য সামগ্রী।

এ উপলক্ষে আজ সকালে মহালছড়ি জোনের ভূয়াছড়ি আর্মি ক্যাম্পে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ উপস্থিত থেকে প্রায় তিন শতাধিক দু:স্থ ও অসহায় পাহাড়ি বাঙালিদের হাতে তুলে দেন সেনা প্রধানের এ ঈদ উপহার।এসব উপহারের মধ্যে রয়েছে,লুঙ্গি,শাড়ি, সেমাই,চিনি,কিচমিচ,দুধ,চাউল,ডাল,তেল ও রান্নার বিভিন্ন মশসা।

এসময় খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন,বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে পবিত্র রমজান মাসে এ ঈদ সামগ্রী তিন পার্বত্য জেলায় দেয়া হচ্ছে,তবে এর মধ্যে শুধু খাগড়াছড়িতেই প্রায় চার হাজার দু:স্থ পাহাড়ি বাঙালিদেরকে এ উপহার দেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More