কুকি চিন সন্ত্রাসীদের নিকট অস্ত্র পাচারকালে মিজোরামে দুই ভারতীয় নাগরিক আটক।

0
365

প্রতিবেশী দেশ ভারতের মিজোরাম অঙ্গরাজ্যের গোয়েন্দা পুলিশ কর্তৃক পার্বত্য চট্টগ্রামের কুকি চিন সন্ত্রাসীদের নিকট অস্ত্র পাচার কালে দুই ভারতীয় নাগরিককে অস্ত্র গোলাবারুদ সহ আটক করেছে। আটককৃত আলবার্ট হ্লাউনচেউ বম (৫৫) বাড়ি বুংটলাং দক্ষিণের কিপলেই এলাকায় এবং সি. রোচুংনুঙ্গা (৫৪) বমের বাড়ি মাংজেলা লংটলাই কাউন্সিলে বলে নিশ্চিত করে পুলিশ।

অদ্য ৪ মে বৃহস্পতিবার ২০২৩ খ্রিস্টাব্দে বিকাল ৩ ঘটিকার সময় মিজোরাম গোয়েন্দা পুলিশের অপারেশন টিম থেনজাউলের ​​উপকণ্ঠে একটি গাড়ি (বোলেরো) পিকআপ আটক করে তল্লাশি করে তাদেরকে অস্ত্রসহ আটক করে।

আটককৃত ব্যক্তিদের কাছ থেকে চারটি ম্যাগাজিন সহ ২০, ২২ ও ৩২ ক্যালিবারের ৪ টি চাইনিজ রাইফেল, ম্যাগজিন গুলি উদ্ধার করা হয়।

উক্ত ভারতীয় নাগরিকরা বান্দরবানের কুকি চিন সন্ত্রাসী গ্রুপের নিকট অস্ত্র পৌছে দেওয়ার কাজ করছিল বলে ধারণা করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠীগুলো ভারত থেকে অস্ত্র ক্রয়, প্রশিক্ষণ এবং সহায়তা নিয়ে পার্বত্য চট্টগ্রাম অশান্ত করাসহ এ অঞ্চল বিচ্ছিন্ন করতে দীর্ঘদিন থেকে সশস্ত্র সংগ্রাম শুরু করে বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে এমনই অভিযোগ করছে পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা। সেই অভিযোগের বাস্তব প্রমাণ মিলেছে এই অস্ত্র উদ্ধার ও আটকের মধ্য দিয়ে।

বৈধ লাইসেন্স বা অনুমোদন ছাড়া আগ্নেয়াস্ত্র/গোলাবারুদ এবং দখলে অবৈধ লেনদেন একটি গুরুতর অপরাধ। একটি নির্দিষ্ট ইনপুটের উপর কাজ করে, আজ সকালে, মিজোরাম পুলিশ সিআইডি (এসবি) অপারেশন টিম থেনজাউলের ​​উপকণ্ঠে অভিযান করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়। থানজাউল পিএস মামলা নং 15/2023 Dt.4.5. 2023 u/s 3/25(1A)/25(1AA)/29 অস্ত্র আইন r/w 34 IPC আরও তদন্তের জন্য নথিভুক্ত করা হয়েছে।

 

আগের পোস্টখাগড়াছড়ি মহালছড়ি জোন কর্তৃক ইউপিডিএফ মূল (প্রসিত) দলের সন্ত্রাসী অস্ত্রসহ আটক।
পরের পোস্টটাইগার ভক্তদের জন্য দুঃসংবাদ, কোনো চ্যানেলে দেখাবে না আয়ারল্যান্ড সিরিজের খেলা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন