হাবিব আল মাহমুদ, বান্দরবান: ওমর ফারুক ত্রিপুরার ২য় মৃত্যুবার্ষিকীতে নওমুসলিমদের মাঝে একবেলা খাবার, সিরাত গ্রন্থ এবং দোয়া মাহফিলের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখা।
রবিবার রাতে এশার নামাজের পর বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ড, টাংকি পাহাড় এলাকার নওমুসলিম পাড়ায় এই আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নওমুসলিমদের মাঝে ওমর ফারুক ত্রিপুরার জীবনী এবং তার কার্যক্রম গুলো নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন পিসিসিপি, বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল। তিনি বলেন, “শহীদ ওমর ফারুক ত্রিপুরা (রহঃ) পাহাড়ের সূর্য সন্তান। তার জীবনী আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি যেভাবে অপশক্তির তোয়াক্কা না করে সাহসিকতার সাথে দ্বীন প্রচার করে গেছেন, তা আমাদের জন্য অনুসরণীয়।”
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পিসিসিপি বান্দরবান জেলার সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন টাংকি পাহাড় জামে মসজিদের খতীব আব্দুর রহিম।
দোয়া মাহফিল শেষে প্রায় ৩০ টি নওমুসলিম পরিবারের মাঝে খাবার বিতরণ করে পিসিসিপি বান্দরবান জেলা শাখা।
এ সময় আরো উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান সদর উপজেলার সভাপতি জমির উদ্দিন, ছাত্রনেতা ইমন, সৈকত, মিসবাহ, মূসাসহ প্রমুখ।
উল্লেখ্য যে, ওমর ফারুক ত্রিপুরা (পূর্বনাম পূর্ণেন্দু ত্রিপুরাকে) ২০২১ সালের ১৮ ই জুন দিবাগত এশার নামাজের পর বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে পাহাড়ি সন্ত্রাসীগোষ্ঠী জেএসএস এর সদস্য রা।