বান্দরবানে পর্যটকদের সকল ভ্রম‌ণ নিষেধাজ্ঞা প্রত‌্যাহার

0
193

মোহাম্মদ আজিজ উল্লাহ: বান্দরবান।

বান্দরবা‌নে পর্যটকদের ভ্রমণের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। শুক্রবার (১৪ জুলাই) সকা‌লে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জির সাক্ষরিত এক গণ‌বিজ্ঞ‌প্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার আগে উপজেলা প্রশাসনের কাছ থে‌কে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ ক‌রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

ইতিপূর্বে রুমা,রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটকদের সকল প্রকার গমনাগমন নিষিদ্ধ ছিল।আজ শুক্রবার থেকে শুধু রোয়াংছড়ি উপ‌জেলা ব‍্যতীত সকল নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহা‌র করা হয়েছে। ফ‌লে রোয়াংছড়ি ছাড়া বান্দরবানের সব উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে আর কোনও বাধা থাকলো না।

উল্লেখ‌্য, গত ১৭ অক্টোবর-২০২২ থে‌কে পাহা‌ড়ের কু‌কি‌চিন ন‌্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর আস্তানায় জ‌ঙ্গিবি‌রোধী যৌথবা‌হিনীর অভিযা‌নের কার‌ণে এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

আগের পোস্টরাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক বজ্রপাতে পুড়ে যাওয়া ২টি ঘর নতুন করে তৈরী করে দিয়েছে।
পরের পোস্টলংগদুতে বাঙ্গালীদের পুনঃবাসনের জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করছে পাহাড়ী সন্ত্রাসীরা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন