বাঙ্গালীদের নিজ জমিতে ঘর নির্মাণ করে দখলের চেষ্টা!

0

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বদানালা, জয়সেন পাড়া ও উত্তর জয়সেন পাড়ায় বাঙ্গালীদের নিজ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত খিসার মূল দল কর্তৃক সহজসরল পাহাড়িদের উস্কানি দিয়ে বাঙ্গালীদের কাবিলিয়ত জমিতে ঘর নির্মাণ করতে বাধ্য করেছে৷ বাঙ্গালীরা এর প্রতিবাদ করলে ইউপিডিএফ সহযোগী অঙ্গসংগঠন এবং তথাকথিত মহালছড়ি ভূমি রক্ষা কমিটি বিক্ষোভ মিছিল করেন।
‘সেনাবাহিনীকে ভূমি বেদখলের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ কর’ এই শ্লোগানে গতকাল সোমবার (৩১ জুলাই ২০২৩) তারা এই বিক্ষোভ মিছিল করেন।

মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মহালছড়ি ভূমি রক্ষা কমিটির সদস্য লিটন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা কার্বারী হ্যাপি চাকমা ও এলাকার মুরুব্বী উদয়ন চাকমা প্রমুখ। মিছিলে অংশ নেওয়া লিটন চাকমা ও প্রগতি চাকমা জানায়, ইউপিডিএফ বাধ্য করে আমাদের মিছিল করিয়েছে বাঙ্গালী ও সেনাবাহিনীর বিরুদ্ধে৷ আমাদের কিছু করার নাই আমরা সাধারণ মানুষ৷ ইউপিডিএফ এর কথার অবাধ্য হওয়ার সুযোগ নেই।

বাঙ্গালীরা বলেন, দীর্ঘদিন যাবত বদানালা, জয়সেন পাড়া ও উত্তর জয়সেন পাড়ায় বহিরাগত উপজাতিরা ইউপিডিএফকে হাতিয়ার করে নানা ষড়যন্ত্রের মাধ্যমে বাঙ্গালীদের ভূমি বেদখল, জোরপূর্বক ঘর নির্মাণ করে। এর প্রতিবাদ জানালে সাম্প্রদায়িক দাঙ্গা, লুটপাট, ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগসহ নানা ধরনের সহিংসতার ঘটানোর হুমকি প্রদর্শন করে। ইউপিডিএফ সশস্ত্র গ্রুপের মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে বাঙ্গালীদের নিজ ভূমি থেকে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে।

বাঙ্গালীরা ভূমি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

আগের পোস্টপাহাড়ি- বাঙ্গালী ছাত্রদের সংঘর্ষের জের ধরে বাঙ্গালী শিক্ষক রাকিব বহিষ্কার!
পরের পোস্টবান্দরবানে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময়।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন