আলীকদম দুর্গম ঝিরি থেকে নিহত পর্যটকের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী।

0

অদ্য (সোমবার) ১৪ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন আলীকদম জোনের (৩১ বীর) একটি উদ্ধার টিম নিহত পর্যটকের লাশ পুলিশ ও স্বজনদের নিকট হস্তান্তর করেন।

সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমে লাশটি উদ্ধার হয়।
আলীকমদ জোনের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গত ১১ আগস্ট ২০২৩ খ্রিঃ ৪ ঘটিকায় আলীকদম উপজেলাধীন ৪ নং কুরুকপাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাইম্প্রা ঝর্ণায় ভ্রমণ করার উদ্দেশ্যে ২১ জন পর্যটক গমন করেন। তারা সেদিন সাইম্প্রা ঝর্ণার উপরে উঠার চেষ্ঠা করেন। ওই সময় মোঃ আতাহার ইসরাক রাফি, পিতা মোঃ শওকত আলী ঝর্ণার উপরে উঠতে গেলে পা পিছলে ঝিরির নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। আহত ব্যক্তির শারীরিক অবস্থা ক্রমাগত খারাপ হওয়ায় ১২ আগস্ট ৪:৩০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ১৩ আগস্ট আলীকদম জোনের দোছড়িপাড়া বিওবি হতে ওয়ারেন্ট অফিসার মো. হুমায়ুন কবীর এর নেতৃত্বে একটি টহল দল ৩:৩০ ঘটিকায় দূর্গম পাহাড়ী এলাকার সাইম্প্রা ঝর্ণার উদ্দেশ্যে পর্যটকদের জন্য খাবারসহ গমন করেন। এর পর ঝিরি থেকে নিহত ব্যক্তির লাশ নিয়ে ৬ ঘটিকায় সাইম্প্রা ঝর্ণার ঝিরি হতে আমতলী ঘাট পর্যন্ত নিয়ে আসে।

ঘাটে পৌছানোর পর আলীকদম জোন প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, আলীকদম থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ও নিহতের বাবা-মা নিহতের লাশ গ্রহণ করতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে আলীকদম জোন কর্তৃক নিহত ব্যক্তির লাশ আলীকদম থানায় যথাযথ পক্রিয়ার হস্তান্তর করা হয়’।

 

আগের পোস্টপ্রাকৃতিক দুর্যোগ ইউপিডিএফ-জেএসএস কে দেখা যায়নি সাধারণ মানুষের কাতারে!
পরের পোস্টসন্ত্রাসী গোষ্ঠীগুলোর চাঁদাবাজিতে অতিষ্ঠ পাহাড়ি উপত্যকার মানুষ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন