বান্দরবান জার্নালিস্ট এসোসিয়েশনের আত্ন-প্রকাশ

0

মোহাম্মদ আজিজ উল্লাহ,বান্দরবান।

বান্দরবানে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে ‘বান্দরবান জার্নালিস্ট এসোসিয়েশন'(বিজেএ) এর আত্মপ্রকাশ হয়েছে।

৫ নভেম্বর (রবিবার) সকালে দৈনিক ভোরের কাগজ এর বান্দরবান জেলা প্রতিনিধি মংসানু মারমার সভাপতিত্বে এবং পার্বত্য নিউজ বান্দরবান ব্যুরোচীফ এইচএম সম্রাটের সঞ্চালনায় বান্দরবান সদর উপ‌জেলার রেইচা নজরুল পাড়ায় বান্দরবানের গণমাধ‍্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে এবং একটি অস্থায়ী ক‌মি‌টিও ঘোষনা ক‌রা হয়।

এসময় সংগঠনের সার্বিক উন্নয়নে বিভিন্ন আলোচনা শেষে বান্দরবান জার্নালিস্ট এসোসিয়েশনের উপস্থিত সদস্যদের সিদ্ধান্তক্রমে ৭ সদস‍্য বিশিষ্ট একটি অস্থায়ী কমিটি গঠণ করা হয়।এতে একু‌শে টে‌লি‌ভিশন ও বাংলা ট্রিবিউনের বান্দরবান প্রতি‌নি‌ধি মো: নজরুল ইসলাম (টিটু)কে সভাপতি,দৈনিক দেশ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি উথোয়াইচিং মার্মা (র‌নি)কে সহ-সভাপতি,দৈ‌নিক প্রতি‌দি‌নের বাংলা‌দেশ ও ঢাকা মেইল এর প্রতি‌নি‌ধি সুফল চাকমাকে সাধারণ সম্পাদক,দ্বীপ্ত টিভি ও দৈনিক যায় যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি ক‌্যামুই অং মারমাকে সহ-সাধারণ সম্পাদক, দৈনিক জনবানী পত্রিকার প্রতিনিধি মিঠুন কা‌ন্তি দাশকে কোষাধ্যক্ষ,দৈনিক নবচেতনা পত্রিকা ও সিটিজি ট্রিবিউন এর প্রতিনিধি মোহাম্মদ আজিজ উল্ল‌্য‌াহকে সাংগঠ‌নিক সম্পাদক ও জাগো নিউজ২৪ এবং দৈনিক আমাদের চট্টগ্রাম এর প্রতিনিধি নয়ন চক্রবর্তী’কে দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক প‌দে নির্বা‌চিত করা হয়।

এবিষয়ে নব নির্বাচিত সভাপতি তার বক্তব‍্যে বলেন, সংগঠনটির মাধ্যমে সত‍তা ও সত‍্যতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ,সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডকে জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করা,স্থানীয় সাংবাদিকদের কল্যাণ ও পারস্পরিক সহযোগিতায় কাজ করে যাবে। এছাড়াও সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে পেশাগত দক্ষতা ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উদ্দ্যেশ্যে সংগঠণটি কাজ করে যাবে।এতে সকলকে আন্তরিক সহযোগিতা করার আহবান করেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More