বাঙ্গালী অপহরণের প্রতিবাদে বান্দরবানে পিসিএনপির মানববন্ধন।

0
4

||বান্দরবান প্রতিনিধি||

গত ৯ নভেম্বর ২৩ খ্রিঃ খাগড়াছড়িতে অপহরণকৃত বাঙ্গালী ব্যবসায়ী রাসেল’কে উদ্ধার,পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার,
পার্বত্য চট্টগ্রামে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপন ও পার্বত্য এলাকার পুলিশ বাহিনীকে আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করেছে পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ(পিসিএনপি) বান্দরবান জেলা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

পার্বত‍্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলার সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

মানববন্ধনে কাজী মজিব বলেন, অবিলম্বে অপহরণকৃত খাগড়াছড়ির কাঠ ব‍্যবসায়ী রাসেলকে মুক্ত করে সন্ত্রাসীদের গ্রেপতার করত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, অন‍্যথায় তিন পার্বত‍্য জেলায় পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কঠোর কর্মসূচী ঘোষনা করবেন বলে হুঁশিয়ারি দেন। এছাড়াও পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার,পার্বত্য চট্টগ্রামে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপন ও পার্বত্য এলাকার পুলিশ বাহিনীকে আধুনিকায়নের জোর দাবি জানান।

এতে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন পিসিএনপি কেন্দ্রীয় সহ সভাপতি মাও.আবুল কালাম আজাদ, পিসিএনপি স্থায়ী কমিটির সদস‍্য ও বান্দরবান জেলা সেক্রেটারি নাসির উদ্দিন,পিসিএনপি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহজালাল, পিসিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল মাহমুদ, বান্দরবান পৌর সভাপতি শামসুল হক শামু, পিসিএনপি নেতা মো: এরশাদ আলী,কামাল হোসেন,মনির হোসেন, আফসার হোসেন। এছাড়াও নাগরিক পরিষদ ও তাদের সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

আগের পোস্টসেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ বমদের মেডিকেল সহায়তা প্রদান
পরের পোস্টপার্বত্য চুক্তির পরে পাহাড়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন