আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান।

0

গত ১১ ডিসেম্বর ২০২৩ তারিখ রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন,১৬ ইস্ট বেংগলের অন্তর্গত বাকলাই পাড়া আর্মি ক্যাম্প, ২৪ কি:মি: ও ১৯ কি:মি: টেম্পোরারি অপারেটিং বেইজ (টিওবি) পরিদর্শন করেন।

রিজিয়ন কমান্ডার বাশিরাম পাড়া গীর্জার জন্য একটি পিয়ানো, পাড়াবাসীর আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষ্যে ২০ হাজার টাকা এবং ১ সেট জার্সি ও ১টি ফুটবল প্রদান করেন। এর পাশা পাশি কাইতন পাড়া নিবাসীদের জন্য এক সেট জার্সি ও দুইটি ফুটবল প্রদান করেন৷

এছাড়া রিজিয়ন কমান্ডার বাকলাই পাড়া, কাইতন পাড়া, কংলাই পাড়া ও বাশিরাম পাড়ার ২৫টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।এ সময় জোন কমান্ডার,ক্যাম্প কমান্ডারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগের পোস্টসিএইচটি হেডম্যান নেটওয়ার্ক গিলে খাচ্ছে বাঙ্গালীদের।
পরের পোস্টবান্দরবান কারাগার থেকে মুক্তি পেল বিদেশী নাগরিক

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন