গত ১১ ডিসেম্বর ২০২৩ তারিখ রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন,১৬ ইস্ট বেংগলের অন্তর্গত বাকলাই পাড়া আর্মি ক্যাম্প, ২৪ কি:মি: ও ১৯ কি:মি: টেম্পোরারি অপারেটিং বেইজ (টিওবি) পরিদর্শন করেন।
রিজিয়ন কমান্ডার বাশিরাম পাড়া গীর্জার জন্য একটি পিয়ানো, পাড়াবাসীর আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষ্যে ২০ হাজার টাকা এবং ১ সেট জার্সি ও ১টি ফুটবল প্রদান করেন। এর পাশা পাশি কাইতন পাড়া নিবাসীদের জন্য এক সেট জার্সি ও দুইটি ফুটবল প্রদান করেন৷
এছাড়া রিজিয়ন কমান্ডার বাকলাই পাড়া, কাইতন পাড়া, কংলাই পাড়া ও বাশিরাম পাড়ার ২৫টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।এ সময় জোন কমান্ডার,ক্যাম্প কমান্ডারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।