আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানকে বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিতে দেখা যায়নি!

0
4

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে শহীদ মিনারে যান না৷ পার্বত্যবাসীরা বলেন, সন্তু লারমাকে কখনো শহীদ মিনারে ফুল দিতে বা শ্রদ্বা জানাতে দেখা যায়নি৷ মহান মুক্তিযুদ্ধের ৫২ বছরে সন্তু লারমাকে কখনো দেখা যায়নি শহীদ বেদীতে। বিষয়টি দুঃখজনক এবং লজ্জাজনক।

১৯৯৭ সালে সরকার এবং সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস) মধ্যকার পার্বত্য চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তির মাধ্যমে পাহাড়ের ৩৫ হাজার বাঙ্গালী খুনী সন্তু লারমা ও তার সশস্ত্র সদস্যদের সাধারণ ক্ষমা করে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে সরকার। সন্তু লারমা পার্বত্য চুক্তির সুফল আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে উপমন্ত্রী পদমর্যাদা ভোগ করছে৷ তার গাড়িতে লাগানো আছে জাতীয় পতাকা। পার্বত্যবাসীরা জানতে চান, আজকে সন্তু লারমা কোন শহীদ মিনারে গিয়ে ফুল দিয়েছে বা শ্রদ্ধা নিবেদন করেছে? রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে সন্তু লারমা কেন শহীদ বেদীতে যান না তা নিয়ে নানান প্রশ্ন এবং সমালোচনা তৈরি হয়েছে।

সন্তু লারমার বিরুদ্ধে অভিযোগও কম নয়- ২০০৮ সালে দেশে জাতীয় পরিচয় পত্র (ভোটার আইডি কার্ড) করা শুরু হলেও সন্তু লারমা ২০২১ সালের আগ পর্যন্ত তা করেনি। অনেক সমালোচনার পর ২০২২ সালে ভোটার আইডি কার্ড করেন।

সন্তু লারমার কর্মকাণ্ড রাষ্ট্রের সাথে ধৃষ্টতার সামিল। চুক্তির অনেক সুযোগ-সুবিধা ভোগ করে সন্তু লারমা রাষ্ট্রের সাথে যা করছে তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাবনার সময় এসেছে।

আগের পোস্টমহান বিজয় দিবস উপলক্ষে রুমা জোন কতৃর্ক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
পরের পোস্টবিজয় দিবসে রাঙামাটিতে পিসিসিপি’র শিক্ষা উপকরণ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন