রুমা জোন কর্তৃক বড়দিন উপলক্ষে ৪টি গীর্জায় সাউন্ড সিষ্টেম ও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিতরণ।

0
2

অদ্য ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রোজ রবিবার সকাল ১১:৩০ ঘটিকায় রুমা উপজেলার বেথেল পাড়া, হ্যাপিহিল পাড়া, মোয়ালপি পাড়া, ও হরমোন পাড়ার ৪ টি গীর্জায় বড়দিনের উপহার হিসেবে বান্দরবান রিজিয়নের পক্ষে রুমা জোন কতৃক ১ সেট করে সাউন্ড সিষ্টেম, কী বোর্ড ও আনুসাংগিক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

সাউন্ড সিষ্টেম বিতরণের সময় রুমা জোনের জোন কমান্ডার, লেফটেন্যান্ট কর্ণেল ক ম আরাফাত আমিন, পিএসসি এবং উল্লিখিত এলাকার ধর্মীয় প্রধান এবং বড়দিন উদযাপনের জন্য আগত সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী কর্তৃক পাড়াবাসীকে আশ্বাস প্রদান করা হয়।

আগের পোস্টরুমা জোন কর্তৃক শীতবস্ত্র, শিক্ষাসামগ্রী, খেলাধুলার সামগ্রী এবং ডাস্টবিন বিতরণ।
পরের পোস্টকুকিচিন কর্তৃক সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৫১ টি পরিবারবর্গের মাঝে চাল বিতরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন