পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বান্দরবান রিজিয়নের অন্তর্গত বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষ্যে স্থানীয় বশিরাম পাড়ার অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
অদ্য সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাকলাই পাড়া আর্মি ক্যাম্প কমান্ডার বশিরাম পাড়ায় বড়দিন উদযাপনের অনুষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন করার সময় তিনি স্থানীয় পপদের সাথে আলাপচারিতা করেছেন এবং বড়দিন উদযাপনের জন্য স্থানীয় সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা সরূপ ২০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৫ কেজি চিনি, ৫ লিটার তেল, ১ কেজি চা পাতা, ১ কেজি লবণ এবং বাচ্চাদের চকলেট বিতরণ করেন বাকলাই পাড়া আর্মি ক্যাম্প কমান্ডার।
ক্যাম্প কমান্ডার বলেন, পাহাড়ে শান্তি ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আর্থিক অনুদান পেয়ে অসহায় ও দুস্থরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
এসময় ইউপি সদস্য, রাবি, স্থানীয় পপ, কার্বারী এবং কয়েকজন স্কুল শিক্ষক উপস্থিত ছিলেন।