কাউখালী থেকে ইউপিডিএফ কর্তৃক তিন আওয়ামীলীগ কর্মী অপহরণের শিকার।

0
1

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে ভোট করায় আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক অপহরণের শিকার হয়েছে উপজাতি তিন আওয়ামী লীগ কর্মী। নির্বাচনের পরের দিন গতকাল ৮ জানুয়ারী সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমছড়ি এলাকায় অপহরণের ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন-
১. চাখিয়াই মং মারমা (২২), পিতা রুইপা অং মারমা,
২. বাদো মারমা (৩০), পিতা- চাথোয়া অং মারমা
৩৷ চিংথোয়াই প্রু মারমা (২৫) পিতা সালাপ্রু মারমা।

এরা সকলেই কলমপতি ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামলীলীগের সদস্য বলে সূত্র নিশ্চিত করে।

এদেরকে নির্বাচনে প্রচার প্রচারণা এবং ভোটদানে বিরত থাকতে ইউপিডিএফ এর পক্ষ থেকে পূর্ব হুমকি প্রদর্শনসহ চাপ প্রয়োগ করা হয়েছে বলে জানা গেছে।

এই অপহরণের সাথে ইউপিডিএফ কালেক্টর কংহ্লা প্রু মারমা প্রকাশ রনি মারমা এবং সাইচিউ মারমা প্রকাশ অভি মারমা জড়িত বলে সূত্র নিশ্চিত করেছে। উক্ত সন্ত্রাসীরা নির্বাচনের আগেরদিন রাত্রে মাঝেরপাড়ায় ফাঁকা গুলিবর্ষণ করে। সাইচিউ মারমার বাড়ি উপজেলার কলমপতি ইউনিয়নের ২নং ওয়ার্ড মাইগ্যামাছড়া বলে জানা যায়।

অপহৃতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে।

আগের পোস্টরুমা জোন কর্তৃক শীতবস্ত্র, শিক্ষাসামগ্রী বিতরণ এবং মেডিক্যাল সহযোগিতা প্রদান।
পরের পোস্টঅবশেষে সেনা তৎপরতায় উদ্ধার হলো ইউপিডিএফ কর্তৃক অপহৃত তিন গ্রামবাসী।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন