চাঁদাবাজির প্রধান উৎস অবৈধ কাঠ বন্ধ করে দেওয়াই সেনাদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার!

0
2

অমল বড়ুয়া লক্ষ্মীছড়ি প্রতিনিধি।

প্রসীত বিকাশ খীসার ইউপিডিএফ সন্ত্রাসী নিয়ন্ত্রিত নিবন্ধনবিহীন Chtnews পোর্টালটি মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে দিতে প্রসিদ্ধ!

জানি কোন মিথ্যাচার রপ্তের ডিগ্রি নিয়েছে Chtnews এডমিন নিরন চাকমা। এই মিথ্যাচারের রপ্ত ডিগ্রি সম্পর্কে একমাত্র স্বায়ত্তশাসনের লোভ দেখানো প্রসীত বিকাশ খীসাই ভালো জানে।

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি বাজার এলাকায় নিষিদ্ধ পাহাড়ি বিলুপ্ত গাছগাছালি (অবৈধ গোল কাঠ) থেকে চাঁদা দাবি করে ইউপিডিএফ৷ পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসবাদের যোগান হচ্ছে, অবৈধ অস্ত্র কেনার অর্থনৈতিক উৎস অবৈধ কাঠ ও জ্বালানি কাঠ থেকে উত্তোলিত বিপুল পরিমাণ চাঁদা। অত্রাঞ্চের বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা- কর্মচারীদের যোগসাজশে প্রতিনিয়ত পাহাড়ের জীববৈচিত্র্য ও কীটপতঙ্গ ধ্বংস এবং পাহাড় ন্যাড়া করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে কাঠ চোরাকারবারি সিন্ডিকেট।

এদিকে এই কাঠের চাঁদার টাকা দিয়ে অবৈধ অস্ত্র ক্রয় করে ইউপিডিএফ ও জেএসএসসহ অন্যান্য আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী বাঙ্গালী, সেনাবাহিনী ও রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করছে। যা দুঃখজনক এবং অপ্রত্যাশিত।

পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সন্ত্রাসবাদ বন্ধে অবৈধ পথে কাঠ পাচার বন্ধে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়৷

সেনাবাহিনীর টুআইসি কর্তৃক অবৈধ কাঠ আটক করার কারণে ইউপিডিএফ নিয়ন্ত্রিত নিবন্ধনবিহীন Chtnews সেনাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। চাঁদাবাজি ভাটা পড়বে বলে মিথ্যা গুজব রটানো হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

ইউপিডিএফ এর এই মিথ্যা অপপ্রচারের প্রতি পার্বত্যবাসী ঘৃণা প্রকাশ করার পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। জনমত হারানো ইউপিডিএফ এখন চাঁদাবাজির প্রতি বেশি জোর দিয়েছে।

আগের পোস্টজনরোষে পড়ে খাগড়াছড়ি পানছড়ি বাজার বয়কট প্রত্যাহার করলো ইউপিডিএফ।
পরের পোস্টদেশান্তরি এবং গৃহহীন হওয়া কিছু বম জনগোষ্ঠীকে পূঁজি করেছে জেএসএস।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন