দুই লাখ টাকা নিয়ে গাছ-বাঁশ দিয়ে ব্রীজ; বাদবাকি টাকা আত্মসাৎ করে ইউপিডিএফ!

0
3

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনয়নের ৭ নং ওয়ার্ড থাংথু পাড়ার প্রায় ৪ শতাধিক এলাকাবাসী দীর্ঘদিন ধরে যাতায়াতে চরম ভোগান্তির শিকার। একটি খালের কারণে চলাচলে অসুবিধা হতো জনসাধারণের। তাই এলাকাবাসী নিজ উদ্যোগে ব্রীজ নির্মাণে প্রতি পরিবার থেকে চাঁদা উত্তোলন করে। ইউপিডিএফ নিজেদের থেকে আরো টাকা দিয়ে ভালো একটি ব্রীজ নির্মাণ করে দিবে বলে এলাকাবাসী থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয়। এলাকাবাসীও ইউপিডিএফ এর চাপে টাকা দিতে বাধ্যহয়! দুঃখজনক যে, টাকা নেওয়ার পর ব্রীজ নির্মাণে ইউপিডিএফ গড়িমসি শুরু করে। পরবর্তীতে এলাকাবাসী এই নিয়ে কানাঘুষা করলে রড, কংক্রিট, বালু ও সিমেন্টের ব্রীজের পরিবর্তনে অদ্য (১০ ফেব্রুয়ারী) গাছ-বাঁশ দিয়ে চলাচলের ব্রীজ একটি করে দিয়ে বাদবাকি টাকা আত্মসাৎ করে নেয়। ইউপিডিএফ এর এহেন ভাঁওতাবাজি কর্মকাণ্ডে এলাকাবাসী বিস্ময়প্রকাশক করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীদের মধ্যে কয়েকজন জানায়, গাছ-বাঁশ দিয়ে ব্রীজ নির্মাণে সর্বোচ্চ ৩/৪ হাজার টাকা খরচ করে ইউপিডিএফ বাদবাকি টাকা আত্মসাৎ করে। এই অন্যায় অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বললে ইউপিডিএফ ক্ষতি করতে পারে তাই সবাই চুপ।

এলাকাবাসীর কষ্টে উপার্জিত টাকা এভাবেই আত্মসাৎ করার মধ্য দিয়ে ইউপিডিএফ নিজেদের অপকর্মের মুখোশ উন্মোচিত করেছে।

আগের পোস্টবাঙ্গালী কর্তৃক পাহাড়ী গৃহিনী ধর্ষণের চেষ্টার অভিযোগটি উদ্দেশ্য প্রণোদিত।
পরের পোস্টছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন