রেকর্ডীয় জমিতে বাঙ্গালীরা ধান লাগাতে গেলে জেএসএসের ইন্ধনে বাধা সৃষ্টির অভিযোগ।

0
1

রাঙ্গামাটি জেলাধীন বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের রেইংখ্যং রেকর্ডীয় ধান্যজমিতে বাঙ্গালীরা ধান লাগাতে গেলে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (পিসিজেএসএস) সন্ত্রাসীদের ইন্ধনে বাধা প্রদানের খবর পাওয়া গেছে।

স্থানীয় অধিবাসীরা জানায় সাম্প্রতিক রেকর্ডীয় জমির মালিক বাঙ্গালী মো. মনির হোসেনের নেতৃত্বে কেংড়াছড়ি ইউনিয়নের রেইংখ্যং ধান্য জমিতে ধান রোপণের চেষ্টা করে। এসময় তথাকথিত পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের দোহাই দিয়ে উক্ত ভূমি উপজাতিদের বলে ধান রোপণে বাধাপ্রদান করে মেম্বার রঞ্জন তালুকদারের নেতৃত্বে একদল উগ্র উপজাতি। তাদেরকে জেএসএস ইন্ধন দিয়ে বাধা প্রদান করে বলে নিশ্চিত করে স্থানীয় সূত্র।

৪নং ওয়ার্ডের মেম্বার জ্ঞান রঞ্জন তালুকদারের দীর্ঘদিন ধরে বাঙ্গালী ভূমি বেদখলের ষড়যন্ত্র করে আসছে।

পার্বত্য চট্টগ্রামের অন্যান্য এলাকার মত বিলাইছড়ি উপজেলায় অধিকাংশ বাঙ্গালী ভূমি উপজাতিদের বেদখলে আছে। বাঙ্গালীরা এসব ভূমি উদ্ধারে যেতে চেষ্টা করলে উপজাতিরা সাম্প্রদায়িক দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করার প্রচেষ্ঠা করে।

আগের পোস্টছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ।
পরের পোস্টরাঙ্গামাটি জোনের শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন