জেএসএস সদস্যের উপর হামলার মধ্য দিয়ে জেএসএসকে কঠিন বার্তা দিলো কেএনএফ।

0

গত ১৩ ফেব্রুয়ারী বান্দরবান জেলার রুমা সদর ইউনিয়নের রেজুক মারমা পাড়া গ্রামে প্রবেশ করে উহ্লাচিং মারমা (৪০) নামে এক জেএসএস সদস্যকে গুলি করে আহত করে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ। দীর্ঘদিন বান্দরবানে এককভাবে আধিপত্য বিস্তার ও প্রভাব খাটানো জেএসএস সন্তু গ্রুপকে বিগত কয়েকবছরে সৃষ্ট হওয়া কুকি জনগোষ্ঠীর কেএনএফ জেএসএসকে চিরতরে বান্দরবান থেকে হঠানোর মিশনে নেমেছে৷ বান্দরবান, রুমা, রোয়াংছড়ি ও থানচির অধিকাংশ এলাকা জেএসএস নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে প্রাণে বেছে এসেছে বলে দাবি করেছে, কেএনএফ৷

কেএনএফ জানিয়েছে, তারা যথাশীঘ্রই জেএসএস নিধনের মিশনে নামবে৷ জেএসএস নিয়ন্ত্রিত বান্দরবানের কিছু এলাকার পাশাপাশি রাঙ্গামাটির জেএসএসের শক্ত ঘাঁটিতে আক্রমণ চালাবে৷ এজন্য ভারী অস্ত্র, গোলাবারুদ ও জনবল বৃদ্ধির কাজ করছে কেএনএফ।

তবে জেএসএস কেএনএফ এর এই হামলা ঠেকাতে বা পারে কীনা তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা।

আগের পোস্টসাম্প্রতিক মারমাদের উপর কুকি হামলা পূর্ব চিরবৈরিতা ইঙ্গিত বহন করে।
পরের পোস্টপার্বত্য মেলায়ও পার্বত্য বাঙ্গালীদের সঙ্গে বৈষম্য।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন