সাতকানিয়ার পুরানগড়ে চাঁদাবাজি করতে গিয়ে সন্ত্রাসীরা জনগণের প্রতিরোধের মুখে।

0

সাতকানিয়ার পূর্বাঞ্চলের এলাকাবাসী উপজাতীয় সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ, আকস্মিক তান্ডবে আতঙ্কিত। গত কয়েক বছর ধরে সাতকানিয়ার পুরানগড়, বাজালিয়া ও ছদাহা ইউনিয়নে পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয়রা। কৃষি থেকে শুরু করে যেকোনো কাজে হাত দিলেই পাহাড়িয় সন্ত্রাসী এসে হাজির হয়। তাদের চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা আদায় করে।

এবার পুরানগড়ের গ্রামবাসীরা উপজাতি সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। গত ১৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে মধ্যরাতে পুরানগড় ইউনিয়নের বৈতরণিতে চাঁদাবাজি করতে আসলে স্থানীয়রা সন্ত্রাসীদের ধাওয়া করে তিনটি বাইক পুড়িয়ে দিয়েছে।

এসময় একজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। তবে এই ঘটনায় উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক চাঁদাবাজিতে কিছু স্থানীয়দের সরাসরি ইন্ধন আছে গুঞ্জন শুনা যাচ্ছে।

এছাড়াও সন্ত্রাসীরা প্রকাশ্যে কেরানিহাট – বান্দরবান সড়কের হলুদিয়া, মেঘলা তালুকদার পাড়া, রেইছা, মাঝের পাড়া ও সুয়ালকে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদা আদায় করে।

সংযুক্ত ছবি: উপজাতি সন্ত্রাসীদের তিনটি মোটরসাইকেল স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে পুড়িয়ে দেয়।

আগের পোস্টবিলুপ্তপ্রায় রেংমিটচ্য ভাষা রক্ষায় স্কুল নির্মাণ; সেনাদের প্রশংসায় পঞ্চমুখ উপজাতিরা।
পরের পোস্টবিলাইছড়ি জোন কর্তৃক পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায়দের ইফতার সামগ্রী বিতরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন