বিলাইছড়ি জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান।

0
13

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে আজ, শনিবার (২৩ মার্চ) রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি সেনা জোনের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় গরীব ও অসহায় ব্যক্তিবর্গের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিলাইছড়ি জোন কর্তৃক নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় নগদ আর্থিক সহায়তা ও দরিদ্র এক শিক্ষার্থীকে পড়ালেখার জন্য টেবিল ও চেয়ার প্রদান করা হয়েছে।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিলাইছড়ি সেনা জোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলে আমরা অপারেশন উত্তরণের দায়িত্ব পালনের পাশাপাশি এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহযোগিতা প্রদান করে থাকি। এই অঞ্চলের শান্তি- শৃঙ্খলা রক্ষাসহ আর্থ সামাজিক উন্নয়নের সহযোগী হিসেবে বিলাইছড়ি সেনা জোন সর্বদাই আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে।

তিনি আরো বলেন, দূর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে সাবলম্বী করতে এবং তাদের প্রয়োজনীয় সামগ্রী দিতে পেরে আমরা অনেক আনন্দিত। ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

আগের পোস্টসরকার গৃহীত সীমান্ত সড়কের চলমান কাজ বন্ধ করতে সেনাবাহিনীর বিরুদ্ধে স্মারকলিপি!
পরের পোস্টঅবৈধ কাঠ পরিবহণের কাজে ব্যবহৃত পোষা হাতি উদ্ধার: ৬০০ ঘনফুট কাঠ জব্দ!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন