বিলাইছড়ি সেনা জোনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ।

0
4

রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার অসহায় ও দুস্থ গরীব মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ এবং ১৫০ জন ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে বিলাইছড়ি সেনা জোন।

অদ্য শনিবার (৩০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে ঈদ উপহার এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

এসময় বিলাইছড়ি জোন কমান্ডার বলেন, বিলাইছড়ি সেনা জোনের পক্ষ থেকে অসহায় হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে বিলাইছড়ি জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশির হতদরিদ্র ও অসহায় মানুষকে মানবিক সহায়তা প্রদান করে আসছে। সহায়তা পেয়ে মানুষ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছে।

আগের পোস্টআঞ্চলিক দলের প্রলোভনে অন্ধকার জীবনে পা বাড়াচ্ছে পাহাড়ের তরুণ যুব সমাজ।
পরের পোস্টরুমা জোন কর্তৃক ইস্টার সানডে উপলক্ষে বিভিন্ন চার্চে উপহার প্রদান।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন