রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার অসহায় ও দুস্থ গরীব মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ এবং ১৫০ জন ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে বিলাইছড়ি সেনা জোন।
অদ্য শনিবার (৩০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে ঈদ উপহার এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
এসময় বিলাইছড়ি জোন কমান্ডার বলেন, বিলাইছড়ি সেনা জোনের পক্ষ থেকে অসহায় হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে বিলাইছড়ি জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশির হতদরিদ্র ও অসহায় মানুষকে মানবিক সহায়তা প্রদান করে আসছে। সহায়তা পেয়ে মানুষ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছে।